Site icon Jamuna Television

চীনে ভেজাল করোনা টিকা উৎপাদন ও বিক্রি; ৮০ জনের বেশি গ্রেফতার

ভেজাল কোভিড টিকা উৎপাদন ও বিক্রির দায়ে চীনে এক অপরাধী চক্রের ৮০ জনের বেশি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করেছে তিন হাজারের বেশি ডোজ। চীনের বাইরেও বিভিন্ন দেশে তৎপর চক্রটি।

রাজধানী বেইজিং এবং জিয়াংসু ও শানডং প্রদেশে সেপ্টেম্বর থেকে তৎপর অসাধু চক্রটি। সাধারণ স্যালাইনের মিশ্রণকে চালানো হচ্ছিল টিকা হিসেবে। চীন ছাড়া আর কোন কোন দেশে ভেজাল টিকার চালান গেছে, তা প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট দেশগুলোকে এ ব্যাপারে জানানো হয়েছে, জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

করোনা প্রতিরোধে চীনে কমপক্ষে সাতটি পরীক্ষামূলক ভ্যাকসিন গবেষণার শেষ ধাপে রয়েছে; চূড়ান্ত অনুমোদন পেয়েছে একটি। গণটিকা কর্মসূচির অংশ হিসেবে প্রায় আড়াই কোটি চীনা নাগরিক নিয়েছেন এসব টিকা।

ইউএইচ/

Exit mobile version