Site icon Jamuna Television

জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুমের আগেই সব খাল পরিষ্কার করা হবে: তাপস

জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুমের আগেই সব খাল পরিষ্কার করা হবে: তাপস

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুমের আগেই দক্ষিণ সিটির অধীনে সব খাল পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার সকালে রাজধানীর কুতুবখালী শনির আখড়ার মৃধাবাড়ি-সহ কয়েকটি খাল পরিদর্শন করে একথা বলেন তিনি। খালের পাশে অবৈধ স্থাপনা দখলমুক্ত করে সাইকেল লেন, হাঁটাচলা রাস্তাসহ নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে জানান তিনি।

গত ৩০ দিনে ৫৭ হাজার মেট্রিক টন ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে জানান তাপস। শ্যামপুরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্পকারখানার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা খালগুলো দ্রুত নিজের অধীনে নেয়া হবে জানান মেয়র তাপস।

Exit mobile version