Site icon Jamuna Television

দিন শেষে টাইগারদের সংগ্রহ ২৪২ রান

দীর্ঘদিন পর টেস্টে খেলতে নেমে উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান। সাকিব আর লিটনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২৩ রানেই তামিমকে হারায় টাইগাররা। তবে দলের হাল ধরে রেখেছিলেন সাদমান। ওয়ান ডাউনে ব্যাট করতে নামা শান্তকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখলেও দলীয় ৬৬ ও ব্যাক্তিগত ২৫ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শান্ত।

এরপরই ব্যাট হাতে সাদমানের সাথে জুটি গড়েন সাদা পোশাকের অধিনায়ক মুমিনুল হক। দলীয় ১১৯ রানের সময় ওয়ারিকানের বলে মুমিনুল ফিরে যান ব্যক্তিগত ২৬ রানে। ব্যক্তিগত ৩৮ রানে ওয়ারিকার বলে উইকেট দেন মুশি। তার আগেই অবশ্য বিদায় নেন সাদমান। খেলেছেন- নিখাদ এক টেস্ট ইনিংস। ১৫৪ বলে ৬ বাউন্ডারি হাঁকিয়ে করেছেন ৫৯ রান। চা বিরতির ঠিক এক ওভার আগে জোমেল ওয়ারিক্যানের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এলবিডব্লিউ হয়ে শেষ হওয়া দারুণ ইনিংসটি আরও বড় হতে পারতো। মুশফিকের সাথে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে আসেন সাদমান। পরে দেখা গেছে বলটি তার লেগ স্ট্যাম্প মিস করতো!

এরপর সাকিব-লিটন জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৯২ বলে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস অপরাজিত আছেন ৩৪ রানে। উইন্ডিজের হয়ে ৩ উইকেট তুলে নিয়েছে জেমিল ওয়ারিকান।

Exit mobile version