Site icon Jamuna Television

আল জাজিরার প্রতিবেদন সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আল জাজিরার প্রতিবেদন সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে নিয়ে আল জাজিরার প্রতিবেদন সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না; এটি দেশ বিরোধী বৃহৎ ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার দুপুরে পুলিশ প্লাজায় মুজিব কর্ণারের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। বলেন, এটি দেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।

মিয়ানমার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে মিয়ানমার সীমান্ত দিয়ে আর যেন কেউ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। মন্ত্রী বলেন, করোনায় আমদানি বন্ধ থাকায় ভেজাল মদের তৈরি হচ্ছে।

Exit mobile version