Site icon Jamuna Television

আখাউড়ায় কলেজের প্রভাষককে মারপিট ও লাঞ্ছিতের ঘটনায় মামলা

আখাউড়ায় কলেজের প্রভাষককে মারপিট ও লাঞ্ছিতের ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কলেজের এক প্রভাষককে মারপিট ও লাঞ্ছিতের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার সকালে আখাউড়া থানায় রাইদুর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন প্রভাষক কামাল উদ্দিন।

মামলায় বলা হয়, কলেজপাড়ায় কামাল তার নিজ জমিতে স্থাপনার কাজ করছিলেন কয়েকদিন ধরে। বাড়ির সীমানা ঘেঁষা হওয়ায় কামালকে কাজ বন্ধের নির্দেশ দেন প্রতিবেশী রাইদুর। এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে কামালের দোকানে যান রাইদুর ও তার লোকজন। কথা কাটাকাটির একপর্যায়ে রাইদুরকে থাপ্পড় দেন ঐ প্রভাষক। ক্ষিপ্ত হয়ে কামালের ওপর হামলা চালায় রাইদুর ও তার বন্ধুরা।

দোকানের সিসিটিভি ক্যামেরায় ঘটনার সময়কার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়লে নিন্দা করে অনেকেই। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version