Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার হেড কোচ মিকি আর্থার ও ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে

করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচ মিকি আর্থার ও ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। জানুয়ারীর ২৯ তারিখ থেকে উইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে তিন ভাগে বিভক্ত হয়ে কলম্বোয় অনুশীলন শুরু করেছিলো লঙ্কান ক্রিকেটাররা। তবে মঙ্গলবার কোচিং স্টাফ, নেট বোলার সহ ৩৬ সদস্যের দলের পিসিআর টেস্ট করা হয়। সেই টেস্টে পজিটিভ আসে লঙ্কা দলের হেড কোচ আর্থার ও ব্যাটসম্যান থিরিমান্নের।

তার পরেই শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতে আইসোলেশনে পাঠানো হয় আর্থার ও থিরিমান্নেকে। এদিকে লঙ্কান দলের দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় শঙ্কা জেগেছে দলটির ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরই একটি টুইট করেছেন লঙ্কান ব্যাটার লাহিরু থিরিমান্নে। সেখানে তিনি লিখেছেন, কোন ধরণের উপসর্গ নেই তার শরীরে। তবুও কিভাবে আক্রান্ত হয়েছেন সেটি নিয়ে চিন্তায় আছেন তিনি। আর সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন।

Exit mobile version