Site icon Jamuna Television

নতুন রেকর্ডের অপেক্ষায় সাকিব

টেস্ট ক্রিকেটের এলিট তালিকায় ঢোকার অপেক্ষায় রয়েছে সাকিব আল হাসান। ব্যাট হাতে মাত্র ৯৯ রান করলেই, ২০০ উইকেট ও ৪ হাজার রানের ক্লাবে ঢুকে পড়বেন সাকিব। যে তালিকায় এখনও পর্যন্ত রয়েছে মাত্র ৫ জন ক্রিকেটারের নাম।

টেস্ট ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে এমন অর্জন আছে মাত্র ৫ জনের। যেখানে সবার আগে নাম নিতে হয় স্যার গার্ফিল্ড সোবার্সের। এরপর আছেন, জ্যাক ক্যালিস, ইয়ান বোথাম, কাপিল দেব ও ড্যানিয়েল ভেট্টোরি।

এমন সব তারকাদের পাশেই নাম লেখাতে চলেছেন সাকিব। চট্টগ্রাম টেস্টের প্রথমদিনে সাকিবের করা ৩৯ রান বাদ দিলে প্রয়োজন আরও ৯৯ রান। এর আগে দ্রুততম ক্রিকেটার হিসেবে সাকিব ছুঁয়েছেন ২০০ ও ৩ হাজার রানের মাইলফলক।

Exit mobile version