Site icon Jamuna Television

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ মুক্তির দিনে সরকারি ছুটির দাবি

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ মুক্তির দিনে সরকারি ছুটির দাবি

ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে আগামী ১৬ জুলাই। সিনেমাটি মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে অভিনেতা যশের ভক্তদের একটি গ্রুপ।

এর আগে ২০১৮ সালে ছবিটির প্রথম কিস্তি ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ মুক্তি পায়। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে দেয় ছবিটি। আড়াই বছর পর আসছে দ্বিতীয় কিস্তি। মুক্তির তারিখ ঘোষণার পর যশ ভক্তরা সরকারি ছুটি চেয়ে আবেদন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরাবর। সেই চিঠি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

চিঠিতে লেখা রয়েছে, আমরা সবাই জানি বহুল প্রতীক্ষিত কেজিএফ-চ্যাপ্টার টু সিনেমা আগামী ১৬ জুলাই শুক্রবার মুক্তি পাবে। সবাই সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সুতরাং আমরা আপনাকে সরকারি ছুটির দিন ঘোষণা করার অনুরোধ করছি। আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এটা শুধু সিনেমা নয়, একটা ইমোশন!

প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ- চ্যাপ্টার টু’ সিনেমাটিতে ইয়াশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

ভারতেজুড়ে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় এটি মুক্তি পাবে।

Exit mobile version