Site icon Jamuna Television

উহানে অবস্থিত ভাইরাস গবেষণাগার পরিদর্শন করেছে তদন্তকারি দল

উহানে অবস্থিত ভাইরাস গবেষণাগার পরিদর্শন করেছে তদন্তকারি দল

চীনের উহানে অবস্থিত ভাইরাস গবেষণাগার পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারি দল। স্থানীয় সময় বুধবার সকালে কড়া নিরাপত্তায় উহানের ইন্সটিটিউট অব ভাইরোলজি পরিদর্শন করেন তারা।

দীর্ঘ ৩ ঘণ্টা ভেতরে অবস্থান করেন করোনার উৎসস্থল সন্ধানকারী দলটি। এসময় দেশটির ভাইরোলজি এক্সপার্ট ‘ব্যাট ওমেন’ হিসেবে পরিচিত শি ঝেংলির সাথেও সাক্ষাৎ করেন বিষেশজ্ঞরা।

অনেকের ধারণা, বিভিন্ন ভাইরাস নিয়ে গবেষণা করা এই ল্যাব থেকেই প্রথম ছড়িয়েছে করোনা। যদিও তা বরাবরই অস্বীকার করে আসছে চীন।

২০১৯ সালের ডিসেম্বরে উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও চীনের দাবি আমদানি করা হিমায়ীত কোন খাবারের মাধ্যমে সেখানে ছড়িয়েছে ভাইরাসটি। করোনার উৎস জানতে আরও বেশকিছু স্থান পরিদর্শন করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দলটি।

Exit mobile version