Site icon Jamuna Television

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে।

এতে বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলামসহ দলের তিন নেতাকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বিএনপির ৪৭ নেতাকর্মীকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা।

বৃহস্পতিবার সকালে ৩৪ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর। তবে ১৬ আসামি এখনও পলাতক।
এর আগে, ৩৪ জনের যুক্তিতর্ক শেষে গত ২৭ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

২০০২ সালের ৩০ আগষ্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরা থেকে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে অন্তত আহত হয় অন্তত ১২ জন। এ ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন আদালতে মামলা করেন।

Exit mobile version