Site icon Jamuna Television

করোনার সংক্রমণ রোধে কার্যকর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

করোনার সংক্রমণ রোধে কার্যকর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কার্যকর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড নাইনটিন সংক্রমণ রোধে অক্সফোর্ডের টিকার যথেষ্ট প্রভাব রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৯৬ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। তাদের ওপর চালানো জরিপে উঠে আসে এ তথ্য। বলা হয়, টিকা দেয়ার ফলে ব্রিটেনে আগের চেয়ে তুলনামূলক হারে কমেছে সংক্রমিত রোগীর সংখ্যা।

গবেষকদের দাবি, টিকাটির প্রথম ডোজ নেয়ার পর ৩ মাস পর্যন্ত শরীরে ৭৬ শতাংশ এন্টিবডি তৈরি হয়। এই সময়ে পরোক্ষ ভাবে অন্যদেরকে সুরক্ষা দিতে পারে এই ভ্যাকসিন। এর আগে অক্সফোর্ডের ভ্যাকসিন নতুন প্রজাতির ভাইরাস রোধে সক্ষম বলে জানায় প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, অক্সফোর্ডের প্রতিবেদন সত্যিই দারুন খবর। নতুন গবেষণায় দেখা যাচ্ছে ভাইরাসের সংক্রমণ কমাতে সক্ষম এই টিকা। ভ্যাকসিন প্রয়োগ করা ব্যাক্তিকে সুরক্ষা রাখার পাশাপাশি পরোক্ষ ভাবে অন্যকেও সংক্রমণ থেকে রক্ষা করবে। যা মহামারি নির্মূলে সহায়ক হবে।

Exit mobile version