Site icon Jamuna Television

স্থানীয় নির্বাচনে ব্যালট ও ইভিএম দুই পদ্ধতিতেই ভোটার উপস্থিতি বেড়েছে: ইসি

স্থানীয় নির্বাচনে ব্যালট ও ইভিএম দুই পদ্ধতিতেই ভোটারের উপস্থিতি ক্রমান্বয়ে বেড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে সাম্প্রতিক নির্বাচন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই কথা বলেন। জানান, স্থানীয় নির্বাচনে সহিংসতা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। স্থানীয় নির্বাচনে সহিংসতা নিয়ন্ত্রণে আছে; তা সীমা ছাড়িয়ে যায়নি বলেও জানান তিনি। বেশিরভাগ সহিংসতায় কাউন্সিলর প্রার্থীরা জড়িত ছিলেন বলেও জানান ইসি কমিশনার। তবে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসি তৎপর ছিল এবং তা রক্ষায় ইসি ব্যর্থ হয়নি বলেও জানান তিনি।

আইনশৃঙ্খা পরিস্থিতি প্রার্থীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান এই কমিশনার।

Exit mobile version