Site icon Jamuna Television

খাবারের চাহিদা মাথায় রেখে কৃষি উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

মানুষ বাড়ছে, বাড়ছে খাবারের চাহিদা। সেটি মাথায় রেখে কৃষি উৎপাদন বাড়াতে হবে। তাই কৃষি গবেষণায় আরও জোর দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে কৃষি গবেষণা কাউন্সিলের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করে তিনি বলেন, উৎপাদনের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। আর সেজন্য গবেষণার বিকল্প নাই।

এসময়, বাংলাদেশে উদ্ভাবিত ১০০টি প্রযুক্তি নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশ করে ১০০ কৃষি প্রযুক্তি এটলাস। ভার্চুয়াল মাধ্যমে এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মান জানাতে ২৫ জন কৃষকের সাফল্য তুলে ধরা হয়েছে এ প্রকাশনায়।

কৃষির উন্নয়নে পর্যায়ক্রমে নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উৎপাদনের পাশাপাশি মাটির উর্বরতা ধরে রাখতে হবে। গবেষণা করতে হবে এলাকাভিত্তিক পণ্য নিয়ে। দেশের বিশেষায়িত শিল্পাঞ্চলগুলোতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। বিনিয়োগ করতে হবে এ খাতে।

কৃষি গবেষণায় সরকার আরও বিনিয়োগ করতে চায়। প্রধানমন্ত্রী জানান, গবেষকদের সুযোগ সুবিধাও বাড়াতে চান তিনি।

Exit mobile version