Site icon Jamuna Television

প্রথমবারের মত ঢাকা দক্ষিণে শুরু হতে যাচ্ছে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা

প্রথমবারের মত ঢাকা সিটি করপোরেশন শুরু করতে যাচ্ছে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা। ৭৫টি ওয়ার্ড থেকে ফুটবল ও ক্রিকেটের দল গঠন করে ১০ ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। আজ বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে নগর ভবনে সংবাদ সম্মেলন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠা করার কাজ চলছে। আর দক্ষিণ সিটি থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরির জন্য নিয়মিতভাবে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। বাড়ানো হবে ইভেন্টের সংখ্যাও।

৬৩টি ফুটবল দল ও ৬৪টি ক্রিকেট দল নকআউট খেলায় অংশ নেবে। এই প্রতিযোগিতা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বিজয়ী দল পাবে ৫ লাখ টাকা। আর রানার আপ দল পাবে ৩ লাখ টাকা করে। এই প্রতিযোগিতায় স্পন্সর হয়েছে মধুমতি ব্যাংক ও ওরিয়ন গ্রুপ।

Exit mobile version