Site icon Jamuna Television

ব্লগার অভিজিত রায় হত্যা মামলার রায় আগামী ১৬ ফেব্রুয়ারি

প্রকাশক, অ্যাক্টিভিস্ট, ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় ঘোষণার দিন আগামী ১৬ ডিসেম্বর ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ মামলার রায়ের জন্য দিন ধার্য করেন।

২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি এই অভিজিত হত্যা মামলায় ৬ জনকে দোষী সাব্যস্ত করে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেয় পুলিশ। পুলিশের চার্জশিটে আসামি করা হয় মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক, আবু সিদ্দিক সোহেল ওরফে শাহাব, মোজাম্মেল হোসেন ওরফে সায়মন, আরাফাত রহমান ওরফে সিয়াম, শফিউর রহমান ফারাবি, আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে যেয়ে মারাত্মক আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

Exit mobile version