Site icon Jamuna Television

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুন উর রশিদ’সহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুন উর রশিদ’সহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

আজ বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন। যার মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানে এসওডি ঋণের নামে চার কোটি টাকা প্রদান করা হয়।

মামলায় বলা হয়, কোনও ক্ষুদ্রঋণ বিতরণ না করে ঋণের অর্থ নিজেরা আত্মসাৎ করেন অভিযুক্তরা।

Exit mobile version