Site icon Jamuna Television

মাশরাফীকে ছাড়িয়ে যাবার পথেই রয়েছে মিরাজ

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার গড়ার পথে মিরাজ ছাড়িয়ে গেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার হান্নান সরকার ও আল শাহরিয়ার রোকনকে। ২৩ টেস্টে এক সেঞ্চুরি আর দুটি ফিফটির সাহায্যে ৭৪১ রান নিয়ে মিরাজ আছেন দেশের টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৯-তম পজিশনে।

তবে মাত্র ৫৭ রান করলেই টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফীকেও ছাড়িয়ে যাবেন তিনি। ৩৬ টেস্টে তিন ফিফটিতে ৭৯৭ রান করেছেন মাশরাফি। বারবার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ২০০১ সালের নভেম্বরে অভিষেক হওয়া মাশরাফীর টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায় ২০০৯ সালের জুলাই মাসে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে হঠাৎ করেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি।

ওয়ানডে ক্রিকেট খেলে যাওয়া মাশরাফী সবশেষ উইন্ডিজ সিরিজের দলে জায়গা পাননি। ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেয়ার আগে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফী এখনও অপেক্ষায় রয়েছেন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার।

Exit mobile version