Site icon Jamuna Television

ইউল্যাব শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বান্ধবী ডিজে নেহা গ্রেফতার

রাজধানীতে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ও হত্যা মামলায় শিক্ষার্থীর বান্ধবী ডিজে নেহাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, নেহা ও আরাফাত ওই দিন রাতে পার্টির আয়োজন করে। সেখানে বিষাক্ত মদ পানেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়, এ ঘটনায় একই কারণে তার আরেক বন্ধু এবং মামলার আসামিও মৃত্যু বরণ করে।

পুলিশ জানায়, তারা নিয়মিত রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্টির আয়োজন করতো এবং নাচতো বলে প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, এই মামলার সব আসামি গ্রেফতার হয়েছে। সবগুলো ফরেনসিক রিপোর্ট পেলে তদন্ত কর্মকর্তা মামলার চার্জশিট জমা দেবে পুলিশ।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি রাতে ওই শিক্ষার্থী তার বন্ধু বান্ধবীদের সাথে রাজধানীর একটি হোটেলে মদ্যপান করে এবং অন্য এক বান্ধবীর বাসায় রাত্রি যাপন করে। সেখানে এক বন্ধুর সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর পর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করে তার বন্ধুরা। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি তার মৃত্যু হয়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে ধর্ষণ ও খুনের মামলা করেন।

Exit mobile version