Site icon Jamuna Television

হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে চেলসি

দিনের হাইভোল্টেজ ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। এই জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে উঠে এসেছে ক্লাবটি।

টটেনহ্যামের ঘরের মাঠে ম্যাচের একমাত্র গোলটি করেন জর্গিনহো। ২৪ মিনিটে সফল স্পট কিকে স্কোর শিটে নাম তোলেন এই ইতালিয়ান মিডফিল্ডার। চেলসির দ্বায়িত্ব নেয়ার পর এটি টানা দ্বিতীয় জয় কোচ টমাস টুখেলের।

অপর ম্যাচে ড্র করেছে তার দল। আর এই তিন ম্যাচে কোন গোল হজম করেনি ব্লুজ। বিপরীতে লিগে টানা তৃতীয় পরাজয় টটেনহ্যামের। যা ঘরের মাঠে টানা দ্বিতীয় পরাজয়। চেলসির চেয়ে এক ম্যাচ কম খেলা স্পার্সের পয়েন্ট ৩৩। রয়েছে টেবিলের আট নম্বরে।

Exit mobile version