Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে আরো উদার হওয়ার ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে আরো উদার হওয়ার ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে আরো উদার হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ পুনরায় চালুর ঘোষণাও দেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট বাইডেন।

এ সময় প্রথমবারের মতো নতুন প্রশাসনের পররাষ্ট্রনীতি ঘোষণা করেন বাইডেন। বলেন, নতুন সরকারের পরিকল্পনা অভিবাসন বান্ধব পররাষ্ট্র নীতি করা। তারই অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ পুনরায় চালু করা হবে। এরফলে দেশটিতে আরও অভিবাসী প্রবেশের সুযোগ পাবেন।

Exit mobile version