Site icon Jamuna Television

সন্দেহবাদীরা প্রধানমন্ত্রীর অর্জন নিয়ে সন্দেহ করছে: পরিকল্পনা মন্ত্রী

ফাইল ছবি।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলাদেশ সবকিছুতে এগিয়ে। পরিবর্তনের ধারা সূচিত হয়েছে। তারপরও সন্দেহবাদীরা এ অর্জন নিয়ে সন্দেহ করছে।

দি ইন্সটিটিউট অব ক’টি এক ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর আয়ােজনে ২ দিনব্যাপী সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এক আন্তর্জাতিক কনফারেন্স- ২০২১ উদ্বোধন করে পরিকল্পনা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের আয়োজনে অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাণিজ্য সচিব ড. মাে. জাফর উদ্দিন উপস্থিত ছিলেন। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এবং ইন্সটিটিউটের সাবেক প্রেসিডেন্টরাও বক্তব্য রাখেন। ২ দিনব্যাপী অনুষ্ঠানে ৫টি টেকনিক্যাল সেশনে কী-নোটসহ ৬টি পেপার উপস্থাপন করা হবে।

Exit mobile version