Site icon Jamuna Television

উইঘুর নির্যাতন নিয়ে বিবিসি’র প্রতিবেদন মিথ্যাচার বলে অভিহিত করেছে চীন

উইঘুর নির্যাতন নিয়ে বিবিসি'র প্রতিবেদন মিথ্যাচার বলে অভিহিত করেছে চীন

উইঘুর নির্যাতন নিয়ে বিবিসি’র প্রতিবেদনকে মিথ্যাচার বলে অভিহিত করেছে চীন। বেইজিংয়ের দাবি, অভিনেতা-অভিনেত্রী ভাড়া করে সাজানো গল্প বলা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ান ওয়েবিন বলেন, আমরা আগেও বলেছি আবারও বলছি, এসব অভিযোগ ভিত্তিহীন। প্রতিবেদনের নামে নাটক সাজিয়েছে পশ্চিমা বিশ্ব। আর যাদের নির্যাতিত হিসেবে দেখানো হয়েছে তারা পেশাদার অভিনয় শিল্পী।

Exit mobile version