Site icon Jamuna Television

লালকেল্লায় কৃষকদের বিক্ষোভকে ক্যাপিটল হিলের সহিংসতার সাথে তুলনা

ভারতের প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় কৃষকদের বিক্ষোভকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের সহিংসতার সাথে তুলনা করেছে নয়াদিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ক্যাপিটলে দাঙ্গার মতোই প্রতিক্রিয়া হয়েছে লালকেল্লার ঘটনায়। তাই যুক্তরাষ্ট্রের মতো ভারতও নিজস্ব আইনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে পূর্বঘোষিত কর্মসূচি থেকে ঐতিহাসিক লালকেল্লা চত্বরে ঢুকে পড়ে আন্দোলনরত কৃষকরা। কেউ কেউ ভারতের জাতীয় পতাকার পাশে আন্দোলনের পতাকা টাঙিয়ে দেয়। সেদিন রাজধানীতে দিনভর সহিংসতায় আহত হয় অনেকে। কৃষি আইন বাতিলের দাবিতে এখনও দিল্লির প্রবেশমুখে অবস্থান ধর্মঘট করছে কৃষকরা। তীব্র শীত ও নানা অসুস্থতায় মৃত্যু হয়েছে ১৯৪ কৃষকের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ভারত-যুক্তরাষ্ট্র-দুই দেশের গণতন্ত্রই খুব গতিশীল। ২৬ জানুয়ারি ঐতিহাসিক লাল কেল্লায় সহিংসতা ও নৈরাজ্যের ঘটনা, ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনার মতোই প্রতিক্রিয়ার তৈরি করেছে ভারতে। দুই দেশই নিজস্ব আইনে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে।

Exit mobile version