Site icon Jamuna Television

নাফ নদীতে কোস্টগার্ডের অভিযান: ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের সাবরাং বড় খাল সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানটি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানায় কোস্টগার্ড। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার সকালে এ ব্যাপারে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে টহল জোরদার করা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে নদী সাঁতরে একজন পাচারকারী একটি বস্তা নিয়ে অনুপ্রবেশ করতে থাকে। এ সময় কোস্টগার্ড সদস্যরা স্পিডবোটযোগে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে গণনা করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, এ সময় পাচারকারী সাঁতরে সীমান্তের জিরো লাইন অতিক্রম করাই তাকে আটক করা সম্ভব হয়নি।

ইউএইচ/

Exit mobile version