Site icon Jamuna Television

জানান দিয়েই ফেসবুক ছাড়লেন ন্যান্সি

‘অযাচিত কৈফিয়ত দেবার আগ্রহ হারিয়েছি অনেক আগেই। এখন নতুন করে কাউকে জবাবদিহি করার কারণ খুঁজে পাচ্ছি না। দেখেও না দেখার ভান করা স্বভাবে নেই। সত্য বলতে জানি, শুনতেও জানি। মিথ্যুক, খোলস পরা, বিকৃত রুচির মানুষদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। আমি আমার লোকদের নিয়ে আনন্দেই আছি। শত প্রতিকূলতাতেও মনকে কখনও কলুষিত করতে দেইনি, আজও দিবো না।’ ফেসবুকে এটিই ছিলো আলোচিত গায়িকা ন্যান্সির শেষ স্ট্যাটাস।

সঙ্গীতশিল্পী ন্যান্সি ৪ জানুয়ারি হঠাৎ বন্ধ করে দিয়েছেন তার ভেরিফাইড করা ফেসবুক পেজ। ফেসবুক পেজ বন্ধের কারণ জানাতে এই পোস্ট শেয়ার করেন ন্যান্সি। তিনি আরও লেখেন, ‘এই পেজটি আপাতত আর পাবলিশ করে রাখবার প্রয়োজন দেখছি না। যদি কখনো পাবলিশ করি নিশ্চয়ই জানতে পারবেন। আমার জীবন আমি আমার মতো পরিচালনা করতে চাই।’

সম্প্রতি গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছিলেন ন্যান্সি। এ নিয়ে সরগরম মিডিয়াপাড়া। ১৪ ফেব্রুয়ারি আসিফকে ময়মনসিংহ আদালতে হাজির হতে সমন জারি হয়।

Exit mobile version