Site icon Jamuna Television

পরমাণু ইস্যুতে ইরানের সাথে সৌদি-ইসরায়েলেরও সম্পৃক্ত হওয়া উচিত: ম্যাকরন

ইরানের সাথে পরমাণু ইস্যুতে আলোচনায় সৌদি আরব ও ইসরায়েলেরও সম্পৃক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

তিনি বলেন, পরমাণু ইস্যুতে ইরানের সাথে আবারও আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র। যা বাইডেন প্রশাসনের তরফ থেকে অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত। পরমাণু আলোচনায় মধ্যস্থতা করার ইচ্ছাও ব্যক্ত করেন ম্যাকরন।

তার মতে, আঞ্চলিক স্বার্থে এই আলোচনায় সৌদি আরব এবং ইসরায়েলের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। তবে পরমাণু আলোচনায় ইসরায়েল ও সৌদি আরবের থাকার প্রস্তাব নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।

ইউএইচ/

Exit mobile version