Site icon Jamuna Television

সেনা অভ্যুত্থানে সমর্থন জানিয়ে বড় সমাবেশ মিয়ানমারে

সেনা অভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়ে বড় সমাবেশ হয়েছে মিয়ানমারে।

বৃহস্পতিবার রাজধানী নেইপিদোর রাস্তায় সেনাবাহিনীর সমর্থনে মিছিল নিয়ে বের হন কয়েক হাজার মানুষ। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ দরকার ছিলো বলে দাবি তাদের।

পশ্চিমা গণমাধ্যমের অভিযোগ, ক্ষমতা দখলের বৈধতা প্রমাণে জরুরি অবস্থার মধ্যেও সেনাবাহিনীর মদদেই এ ধরনের মিছিল হচ্ছে। গ্রেফতারের শঙ্কায় সরাসরি রাজপথে ক্ষোভ প্রদর্শন থেকে বিরত থাকছেন সু চি’র সমর্থক ও সেনা অভ্যুত্থান বিরোধীরা। শুক্রবারও গ্রেফতার করা হয়েছে সু চি’র দলের এক নেতাকে।

ইউএইচ/

Exit mobile version