Site icon Jamuna Television

‘পুলিশ সম্পর্কে আল জাজিরার সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন’

বাংলাদেশ পুলিশ সম্পর্কে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা উদ্দেশ্যমূলক প্রতিবেদন করেছে বলে দাবি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। মিথ্যা তথ্য উপস্থাপন করায় প্রতিবাদ জানিয়েছে পুলিশের সংগঠনটি।

শুক্রবার বিকালে এক বিবৃতিতে জানানো হয় পুলিশের আইজি, কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আল জাজিরার সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন।

বিবৃতিতে আরও জানানো হয়, যার সাক্ষাতকারের ভিত্তিতে এই তথ্যচিত্র প্রচার করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। বাংলাদেশের প্রশাসনের বর্তমান অবস্থা সম্পর্কে তার কোনো ধারণা নেই। সম্পূর্ণ মনগড়া তথ্য উপস্থাপন করেছেন ওই ব্যক্তি। ঘুষ দিয়ে ওসির পদোন্নতি বিষয়ে দেয়া তার বক্তব্য ভিত্তিহীন। বানোয়াট এই তথ্যচিত্র প্রচার অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পুলিশ।

ইউএইচ/

Exit mobile version