Site icon Jamuna Television

‘ধর্মীয় শিক্ষার প্রসারে আওয়ামী লীগ সবচেয়ে বেশি কাজ করেছে’

ধর্মীয় শিক্ষার প্রসারে আওয়ামী লীগ সরকারই সবচেয়ে বেশি কাজ করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা এবং পটিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সব স্কুল-কলেজ- মাদ্রাসা অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। শিক্ষকরা নিয়মিত বেতনভাতা পাচ্ছেন। কওমি মাদ্রাসার সনদকে মাস্টার্সের সমমান দেয়া হয়েছে। ফলে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version