Site icon Jamuna Television

ভারতের কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান খান

পপস্টার রিহান্না ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের পর ভারতের চলমান কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন বলিউড সুপার স্টার সালমান খান।

বলিউডের এই সুপার স্টার বলেছেন, যে সিদ্ধান্ত নিলে ভালো হয়, সেটাই করা উচিত। সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। সবচেয়ে মহৎ কাজটাই করা উচিত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শুক্রবার জানায়, মুম্বাইয়ে মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে চলমান কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে সালমান খান ওই মন্তব্য করেন। তবে সালমান খান তার মন্তব্যের কোথাও কৃষক কিংবা সরকার পক্ষের কথা উল্লেখ করেননি।

বিশ্বব্যাপী সাড়া ফেলে দেওয়া এই কৃষক আন্দোলন নিয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি বডিউড স্টার শাহরুখ খান, আমির খান বা সাইফ আলী খান।

ইউএইচ/

Exit mobile version