Site icon Jamuna Television

ইউরোপীয় তিন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

ইউরোপীয় তিন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেয়ায় জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের এই কূটনীতিকরা গেল ২৩ জানুয়ারি নাভালনির পক্ষে আয়োজিত বিক্ষোভে অংশ নেন। ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে বৈঠকের কয়েক ঘণ্টা পরই কূটনীতিকদের বহিষ্কারের এই ঘোষণা এলো।

এদিকে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাদের কোনো কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার কথা অস্বীকার করেছেন। সম্প্রতি রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে কারাদণ্ড দেন দেশটির আদালত। এরপর থেকেই তার মুক্তির দাবী চলছে বিক্ষোভ।

Exit mobile version