Site icon Jamuna Television

মুমিনুলের ব্যাটে ভর করে লিড বড় করছেন টাইগাররা

উইন্ডিজ বিপক্ষে টেস্ট সিরিজের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। তৃতীয় দিনের শেষ সেশনে উইন্ডিজ বোলারদের দাপটে মাত্র ৪৩ রানেই তিন উইকেট হারিয়ে দিন শেষ করে টাইগাররা।

চতুর্থ-দিন সকালে দলের ক্যাপ্টেন মুমিনুল ও মুশফিকুর রহিম মাঠে নামে লিডটাকে বাড়িয়ে নিতে তবে বেশিক্ষন ক্রিজে থাকতে পারেনি মুশফিকুর রহিম। ব্যক্তি গত ১৮ রানেই এলবির ফাঁদে পরে মাঠ ছাড়তে হয় তাকে।

মুশফিককে ফেরান উইন্ডিজ স্পিনার কার্নওয়েল। তবে লিটনদাসকে সাথে নিয়ে ব্যাট হাতে রানের চাকা সচল রেখেছে মুমিনুল হক। টেস্টে ক্যারিয়ারে ১৩ তম ফিফটি তুলে নিয়ে টাইগারদের লিড বাড়ানোর দায়িত্ব নিয়ে ব্যাট করে যাচ্ছেন টাইগারদের লিটল মাস্টার। লান্স বিরতিতে যাবার সময় টাইগারদের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ১৪৯ রান। মুমিনুলদের লিড ৩২০ রান। ব্যাট হাতে মুমিনুল অপরাজিত রয়েছেন ১৪৩ রানে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪৩০ রান। সেঞ্চুরি করেছিলেন মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে মিরাজের ঘূর্ণিতে ২৫৯ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস।

Exit mobile version