Site icon Jamuna Television

বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই তাদের জয়ী করা: কাদের

বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই তাদের জয়ী করা: কাদের

বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে বার বার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে। শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

এসময়, বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো। তবে এখন জনগণ সচেতন রয়েছে। কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

Exit mobile version