Site icon Jamuna Television

হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তিনি বলেন, হুতি বিদ্রোহীদের ওপর দেয়া সন্ত্রাসী তকমা শিগগিরই প্রত্যাহার করা হচ্ছে। বিষয়টি বাতিল করতে এরইমধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদকেও পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ব্লিনকেন আরও বলেন, দীর্ঘদিনের সংঘাতে ইয়েমেনের সার্বিক অবস্থান খুবই নাজুক। এ অবস্থা অব্যাহত থাকলে দেশটির মানবিক পরিস্থিতির চরম অবনতি হবে।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের শেষ মুহূর্তে হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকাভুক্ত করেন। এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানকে আর সমর্থন না করার ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউএইচ/

Exit mobile version