Site icon Jamuna Television

জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথিদের বারবিকিউ করে খাওয়ালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের জাতীয় দিবসের অনুষ্ঠানে নিজে বারবিকিউ করে খাওয়ালেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।

শনিবার ভোরে দিবসটি উপলক্ষে ওয়াইতাঙ্গি শহরে রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮১ বছর আগে ১৮৪০ সালে ব্রিটিশ প্রশাসন ও মাওরি গোষ্ঠীর প্রধানদের মধ্যে ঐতিহাসিক ওয়াইতাঙ্গি চুক্তি হয়। ওই চুক্তিকেই নিউজিল্যান্ড প্রতিষ্ঠার সনদ হিসেবে বিবেচনা করা হয়। দিনটি স্মরণে আয়োজিত অনুষ্ঠানে মহামারি পরিস্থিতির মধ্যেও কয়েকশ’ মানুষ অংশ নেয়। প্রধানমন্ত্রী জেসিন্ডা নিজে অতিথিদের মধ্যে বারবিকিউ সার্ভ করেন।

ইউএইচ/

Exit mobile version