Site icon Jamuna Television

বরিশালে কাভার্ডভ্যানের চাপায় ট্রাকের চালকসহ নিহত ৩

বরিশাল ব্যুরো:

বরিশালে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় থামিয়ে রাখা ট্রাকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইল্লা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক বরিশালের মেহে‌ন্দীগঞ্জ উপজেলার বা‌সিন্দা আক্তার হোসেন (৩০), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা সোহান (২২) ও বরিশাল নগরীর উত্তর জাগুয়া গ্রামের বাসিন্দা হেলপার রাসেল (২২)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, বরিশালগামী একটি মিনি ট্রাক (যশোর ড-১১-০৬১৯) মহাসড়কে ইল্লা এলাকায় বিকল হয়ে পড়ে। বিকল ট্রাকটি টেনে নেওয়ার জন্য বরিশালগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫১১৫) সেখানে থামায়।বিকল ট্রাকটি রশি দিয়ে বাঁধার সময় একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনটি গাড়িই আটক করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক-হেলপার পালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

ইউএইচ/

Exit mobile version