Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে ৫০ মণ জাটকা ইলিশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে দুই হাজার কেজি (৫০ মণ) নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশন।

শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধারের পর দুপুরে সদরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাটকা ইলিশের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব জাটকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো এসব জাটকা ইলিশ। উদ্ধারকৃত জাটকাগুলো মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version