Site icon Jamuna Television

ভারতের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনেও অলআউট হলো না ইংল্যান্ড

ভারতের মাটিতেই ভারতকে নাকানিচুবানি খাওয়াচ্ছে ইংল্যান্ড। দুই দিনেও জো রুটের দলকে অলআউট করতে পারেননি বিরাট কোহলিরা। রুট নিজে তার শততম ম্যাচ খেলতে নেমে হাঁকিয়ে ইতিহাস গড়েছেন ডাবল সেঞ্চুরি করে।

চেন্নাইয়ে, শুক্রবার থেকে শুরু হয় চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। শনিবার দ্বিতীয় দিন শেষে টস জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৫৫৫ রান। প্রথম দিনের করা ২৬৩ নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামে ইংল্যান্ড।

ডম বেস ২৮ ও জ্যাক লিচ ক্রিজে আছেন ৬ রানে নিয়ে। আর ৩৭৭ বলে ২১৮ রান করেন রুট। তিনি ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন। ১৯ চার আর ২টি ছয়ে ইনিংস সাজিয়েছেন তিনি। ৮৭ রান করেন ওপেনাএর ডম সিবলি। ৮২ আসে বেন স্টোকসের ব্যাট থেকে। ওলি পোপ ৩৪ ও জস বাটলার আউট হন ৩০ রান করে।

ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন যসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, শাহবাজ নাদিম ও রবিচন্দ্রন অশ্বিন।

Exit mobile version