Site icon Jamuna Television

রংপুরে জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট:

রংপুর মহানগরীর পশুরাজ থানার খটখটিয়া ততালতলা এলাকায় একটি নির্মাণাধীন বাসা থেকে জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক নুর হোসাইনসহ ৩২ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। তাদেরকে শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে নগরীর পরশুরাম তালতলা এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে পিকনিক করার নামে জামায়াত শিবিরের নেতা কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় পরশুরাম থানা পুলিশ।

সেখান থেকে ৪৮ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে ১৬ জনের কোন সম্পৃক্ততা না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়।

আটককৃতদের মধ্যে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুর হোসাইন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফারুকসহ ৯ জামায়াত শিবির নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং ২৩ জনকে সন্দেহজনক মামলা দিয়ে শনিবার বিকেলে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মেহবুবের আদালতে হাজির করা হয়। বিচারক শুনানি শেষে সকলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, জামায়াত শিবিরের নেতাকর্মীরা সেখানে নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছিল।

Exit mobile version