Site icon Jamuna Television

নাটোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী বিদ্যুতের টেকনিশিয়ানের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক টেকনিশিয়ান নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মোহরকয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, শনিবার বিকেলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর টেকনিশিয়ান রেজাউল করিম এবং লাইনম্যান কাজ শেষে মোটর সাইকেলযোগে অফিসে ফেরার পথে মোহরকয়া এলাকায় বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন।

এতে রেজাউল করিম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত লাইনম্যান জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version