Site icon Jamuna Television

মিয়ানমারে ইন্টারনেট বন্ধের পরও অব্যাহত জান্তা বিরোধী আন্দোলনে

মিয়ানমারে ইন্টারনেট বন্ধের পরও অব্যাহত জান্তা বিরোধী আন্দোলনে

দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার পরও মিয়ানমারে জান্তা বিরোধী আন্দোলনে যোগ দিলেন ১০ হাজারের বেশি মানুষ।

রাজধানী নেইপিদোর পাশাপাশি প্রধাণ বাণিজ্যিক নগরী- ইয়াঙ্গুনের রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিলো সু চি’র ছবি এবং গণতন্ত্রপন্থি নানা ব্যানার। ‘জান্তা স্বৈরশাসন নিপাত যাক; গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগানে মুখরিত ছিলো মিয়ানমারের রাজপথ। যা, দেশটির ইতিহাসে খুবই বিরল ঘটনা।

অবজারভেটরি গ্রুপ- নেটব্লকসের তথ্য অনুসারে, ইন্টারনেট বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ১৬ ভাগ ব্যবহারকারী।

এর আগেই ফেসবুক-ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ পদক্ষেপকে ‘ন্যাক্কারজনক ও বেপোরোয়া’ আখ্যা দিয়েছে। পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থান চালিয়ে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। বন্দি করে রাষ্ট্রীয় উপদেষ্টা, প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের।

Exit mobile version