Site icon Jamuna Television

বিশ্বে করোনায় মোট শনাক্ত ১০ কোটি ৬৩ লাখের বেশি

বিশ্বে করোনায মোট শনাক্ত ১০ কোটি ৬৩ লাখের বেশি

বিশ্বজুড়ে আরও ১১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। সবমিলিয়ে মোট প্রাণহানি ২৩ লাখ ১৯ হাজার ছুঁইছুঁই।

শনিবারও ৪ লাখ ১৯ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। বিশ্বে মোট সংক্রমিত ১০ কোটি ৬৩ লাখের ওপর।

এরমাঝে যুক্তরাষ্ট্রেই ২৬শ’র বেশি মানুষের মৃত্যুতে মার্কিন মূলুকে প্রাণহানি ছাঁড়ালো ৪ লাখ ৭৩ হাজার।

দ্বিতীয় সর্বোচ্চ ১৩শ’র ওপর প্রাণহানি ছিলো মেক্সিকোতে। দেশটিতে প্রাণহানি এক লাখ ৬৪ হাজার ছাড়ালো। এদিন ব্রাজিলে- ৯৪২, ব্রিটেনে- ৮২৮ ও রাশিয়ায়- ৪৯৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

মহামারির দশ মাসের ইতিহাসে দৈনিক সর্বনিম্ন ৭২ জনের মৃত্যু রেকর্ড করেছে ভারত। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৫৫ হাজার ছাঁড়ালো।

Exit mobile version