Site icon Jamuna Television

আখাউড়া পৌরসভা নির্বাচনে জমে উঠেছে জামাই-শ্বশুরের লড়াই

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এখানে পৌরসভার নয়টি ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও সবার নজর কেড়েছে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাই-শ্বশুরের লড়াইয়ে। জয়ের ব্যাপারেও ছাড় দিতে রাজি নয় কেউ কাউকে।

বয়সগত কারণে নিজের শেষ নির্বাচন বলে ঘোষণা দিলেও মন গলেনি মেয়ে জামাইয়ের! ‘বাবার ওসিয়ত’ তাই নির্বাচন করবেন বলে ঘোষণা দেন জামাইও। শ্বশুরকে সরে দাঁড়াতে অনুরোধ করেন জামাই। পাল্টা জামাইকেও সরে দাঁড়াতে বলেন শ্বশুর। কিন্তু শেষ পর্যন্ত দুইজনই নির্বাচনকে সামনে রেখে চষে বেড়াচ্ছেন ওয়ার্ডের অলিতে-গলিতে।

বাবুল সরদার পাঞ্জাবি প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। অন্যদিকে জামাই হুয়ামুন কবিরের মার্কা পানির বোতল। যে কারণে জামাইয়ের পানির বোতলে শ্বশুরের পাঞ্জাবি ভিজবে নাকি শ্বশুর তার পাঞ্জাবির পকেটে পানির বোতল ভরবেন সে নিয়েই চলছে আলোচনা।

শ্বশুর-জামাইয়ের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনাও রয়েছে। জামাই-শ্বশুরের টানাটানিতে ভোটারসহ উভয় প্রার্থীর পরিবারের আত্মীয়-স্বজন পড়েছেন বিভ্রান্তিতে। তবে এ সুযোগকে কাজে লাগাতে চায় আরেক তরুণ প্রার্থী দেওয়ান সাদ্দাম। উট পাখি প্রতীকে চমক দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না বলেও এলাকাবাসী মন্তব্য করেন।

ভোটের মাঠের এমন জটিল সমীকরণে ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে শ্বশুর জামাইয়ের সব সমীকরণ পাশ কাটিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে জনগণের ইভিএম ভোটেই প্রমাণ দিবেন কে হচ্ছেন এই ওয়ার্ডের অভিভাবক।

৮ নম্বর ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৪৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোট ২ হাজার ১৫০ ও নারী ভোটার ২ হাজার ২৪৭। পৌরসভার দেবগ্রাম পাইলট সরকারি মডেল বিদ্যালয়ের দু’টি আলাদা ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউএইচ/

Exit mobile version