Site icon Jamuna Television

মায়ার্স-বোনার জুটিতে এগিয়ে যাচ্ছে উইন্ডিজ

জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্য নিয়ে শনিবার (৬ ফেব্রুয়ারি) চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। ক্রিজে অপরাজিত দুই ব্যাটসম্যান মায়ার্স ও বোনার শেষ দিন সকাল থেকে ভালোই শুরু করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রান। জিততে হলে আরও দরকার ১৯৮ রান। টাইগারদের দুই স্পিনার মিরাজ ও তাইজুলের বোল ভালোই সামাল দিয়ে যাচ্ছে ক্যারিবিয় ব্যাটসম্যানরা। এক প্রান্ত আগলে কাইল মায়ার্স তুলে নিয়েছেন ফিফটি। অপরাজিত আছেন ৯১ রানে। আরেক ব্যাটসম্যান বোনার অপরাজিত আছেন ৪৩ রানে।

এদিকে, শেষ দিনে আর ৩ উইকেট পেলে দারুণ রেকর্ড করবেন মিরাজ। এর আগে টেস্ট ইতিহাসে এক ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট নিতে পেরেছেন মাত্র তিন অলরাউন্ডার। তারা হলেন-ইয়ান বোথাম, ইমরান খান ও সাকিব আল হাসান।

ইউএইচ/

Exit mobile version