Site icon Jamuna Television

ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে করোনার টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। সকালে স্বাস্থ্য অধিদফতরে ছিল এ আয়োজন।

কার্যক্রম উদ্বোধনের পর মন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। কেউ আগে থেকে রেজিস্ট্রেসন করে না থাকলে স্ব স্ব ইউনিয়ন বা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে টিকা নিতে পারবেন বলেও জানান জাহিদ মালেক। কেন্দ্রে এসে কাউকে ফেরত যেতে হবে না।

করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল উল্লেখ করে তিনি বলেন, জীবন রক্ষার্থেই ভ্যাকসিন দেয়া হচ্ছে। এ নিয়ে অহেতুক সমালোচনা না করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

পরে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার টিকা নেন মন্ত্রী। এরপর কৃষিমন্ত্রী, বিজ্ঞানমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী টিকা নেন।

Exit mobile version