Site icon Jamuna Television

নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান মেয়র তাপসের

নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান মেয়র তাপসের

কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া নেই, নির্ভয়ে টিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

রোববার সকালে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মেয়র বলেন, বিভিন্ন দেশে যখন টিকা নিয়ে আলোচনা সমালোচনা ও হতাশা, ঠিক তখন আমাদের দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

তাপস বলেন, সুষ্ঠু টিকাদান কার্যক্রমের মাধ্যমে করোনাকে জয় করতে হবে। ঢাকা দক্ষিণ সিটির ১৯টি হাসপাতাল ও স্বাস্থকেন্দ্রে টিকাদান কর্মসূচি চলছে।

Exit mobile version