Site icon Jamuna Television

করোনার টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

করোনার টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

গণটিকাদান কর্মসূচির প্রথম দিনেই করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার বেলা সাড়ে ১১টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন তিনি।

এর আগে স্বাস্থ্য অধিদফতরে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বছর ভ্যাকসিন কার্যক্রম চলবে। এটা এক মাসের কাজ নয়।

মন্ত্রী বলেন, করোনার টিকা পেতে ছয় মাস সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে কোভ্যাক্স (করোনার টিকা) আসবে। সেই টিকা দেওয়া হবে।

Exit mobile version