Site icon Jamuna Television

ধানমণ্ডির রাপা প্লাজা থেকে ৫’শ ভরি স্বর্ণ চুরি

রাজধানীর ধানমণ্ডিতে রাপা প্লাজায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। শপিংমলের রাজলক্ষ্মী জু‌য়েলা‌র্স থেকে প্রায় ৫’শ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা নি‌য়ে যায় চোরেরা।

শনিবার রাতে এই ঘটনা ঘটে। এ সময় আরও তিনটি পোশাকের দোকানেও চুরি হয়। টয়লেটের জানালা ভেঙ্গে মার্কেটে প্রবেশ ক‌রে চোররা।

পুলিশ জানায়, সি‌সি ক্যামেরার ফুটেজ দেখে দো‌ষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে পেশাদার ‌চোর বলে ধারণা করছে পুলিশ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, মার্কেট ম্যানেজমেন্ট ও নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন এই ঘটনার সাথে জড়িত রয়েছে।

Exit mobile version