Site icon Jamuna Television

বিএনপি নেতাদের টিকা নেয়ার আহ্বান জানালেন ডা. জাফরুল্লাহ

করোনাভাইরাসের টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নেন তিনি।

টিকা নেয়া শেষে দেশের আমজনতার জন্য টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। এসময় ডা. জাফরুল্লাহ বলেন, ভয়ের কারণ নেই, টিকা নিরাপদ। শুধু সৌভাগ্যবানরা নয় সাধারণ মানুষের টিকা নেয়া বেশি জরুরি।

টিকা নেয়া শেষে ডা. জাফরুল্লাহ আরও বলেন, টিকা নেয়া দেশবাসীসহ সকলের কর্তব্য। এসময় বিএনপি নেতাদের টিকা নেয়ার আহ্বান জানান ডা. জাফরুল্লাহ।

Exit mobile version