Site icon Jamuna Television

ইউনাইটেড অ্যাপারেলের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এবি ব্যাংকের দায়ের করা মামলায় ইউনাইটেড অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সাইদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল কাইয়ুম এবং পরিচালক সহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এবি ব্যাংক লিমিটেডের উত্তরা শাখার ঋণগ্রহীতা ইউনাইটেড অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যানসহ ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটি এবি ব্যাংক লিমিটেড উত্তরা শাখা হতে ঋণ গ্রহণ করে পরবর্তীতে ঋণ পরিশোধ না করায় এবি ব্যাংক উক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৪ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে উত্তরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ আসামিদের বাসায় গ্রেফতার অভিযানে গেলে আসামিদের কাউকেই পাওয়া যায়নি।

উল্লেখ্য, উক্ত গ্রাহকের বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট এবি ব্যাংকের উত্তরা শাখার ৩৫১ কোটি ৬৬ লক্ষ টাকা ঋণ পাওনা রয়েছে।

Exit mobile version